Sunday 18 January 2015

34 বলে১১৬

live score...............................

http://www.espncricinfo.com/south-africa-v-west-indies-2014-15/engine/match/722341.htmlhttp://www.espncricinfo.com/south-africa-v-west-indies-2014-15/engine/match/722341.html

Sunday 11 January 2015

হ্যাপির মামলায় জামিন পেলেন রুবেল

হ্যাপির মামলায় জামিন পেলেন রুবেল

 চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালত তার জামিনের আদেশ দেন। এর আগে সকালে একই আদালতে জামিনের আবেদন করেন ক্রিকেটার রুবেল। উভয়পক্ষের শুনানি শেষে দুপুরে আদালত তার জামিন দেন।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্টেট আনোয়ার সাদাতের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে রুবেলকে জেলহাজতে পাঠান আদালত।
গত মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস এস এম আশিকুর রহমানের আদালত রুবেলের জামিননামার আবেদন মঞ্জুর করে আদেশ দেন। ওই দিন উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতে জামিননামার আবেদন করতে আদালতে আসেন রুবেল হোসেন। তখন তার আইনজীবীরা তার পক্ষে জামিননামার আবেদন করেন।

গত ১৫ ডিসেম্বর ২০১৪ইং বিকেলে হাইকোর্টের  বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে এই মামলায় চার সপ্তাহের আগাম  জামিন দেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়েছিল।
এর আগে গত ১৩ ডিসেম্বর ২০১৪ নবাগত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর মিরপুর থানায় রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ৯/১ ধারায় মামলাটি দায়ের করেন।
জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল হ্যাপির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি করেন হ্যাপি। তিনি বলেন, গত আট-নয় মাস ধরে রুবেলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। সে বিভিন্ন সময় আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। কিন্তু আমি যখনই বিয়ের জন্য চাপ দিতে থাকি তখন সে টালবাহানা করতে থাকে। পরবর্তী সময়ে সে আমার গায়ে হাত তোলে। এ অবস্থায় আমি মামলা করতে বাধ্য হলাম।
মামলা দায়ের পর সেদিন রাত সাড়ে ৭টার দিকে নায়িকা হ্যাপিকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
উল্লেখ্য, নবাগত এ নায়িকা ‘কিছু আশা কিছু ভালবাসা’চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া তার কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী।

Thursday 25 December 2014

এমন একজনকে খুঁজতেছিলাম "সাকিব"

এমন একজনকে খুঁজতেছিলাম  "সাকিব" 




'আমরা এমন একজনকে খুঁজতেছিলাম যে কিনা স্কোরবোর্ডে সব দিক দিয়ে অবদান রাখতে পারেন। টি-২০ র‍্যাঙ্কিং-এ টপে থাকা মারাত্মক প্রেরণা, চাপে মাথা ঠান্ডা রাখা আর তার বিশাল অভিজ্ঞতার ভান্ডার আমাদের কাজে আসবে।'
- সিমন হেলমট (‪#‎কোচ‬‪#‎মেলবোর্ন_রেনেগেডস‬) ।
শুধু মাঠের স্কোরবোর্ড নয়, ভার্চুয়াল স্কোরবোর্ডেও ভাই আপনাদের উপরে নিয়ে যাবেন। কেননা সাকিব ভাষাই মানুষ খায়।   
সেটা সাকিব অ-আ-এ হলেও হইছে। সাকিব নিজে যেমন হিট, আর একজনকে নয় একটা গোটা টিমকে হিট বানিয়ে দেবার যোগ্যতা তার আছে।  
সাকিবকে যুক্ত হবার আগে Melbourne Renegades এর ৩ টি পোস্ট-
৪১৩ লাইক; ৫ কমেন্ট; ০ শেয়ার।
৬৫৬ লাইক; ০ কমেন্ট; ০ শেয়ার।
৭০৭ লাইক; ২২ কমেন্ট; ১ শেয়ার।
‪#‎ভাই_যুক্ত_হবার_ঘোষণার_পোস্ট‬-
৮৩,৮৩১ লাইক; ২৫৭৮ কমেন্ট; ১,৪৩৬ শেয়ার।   
আমরা প্রস্তুত বিশ্বের দরবারে আমাদের প্রতিনিধিকে মাঠে দেখতে।   

মেসি সর্বকালের সেরা খেলোয়াড়

মেসি সর্বকালের সেরা খেলোয়াড়
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সাবেক স্ট্রাইকার ডেভিড ভিয়া ফের প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। তার মতে, মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্মরণ করা হবে।
নিউ ইয়র্কের হয়ে খেলতে থাকা সাবেক এই স্প্যানিশ অধিনায়ক ছুটি কাটাতে এই মুহুর্তে অবস্থান করছেন স্পেনে। সেখানে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ভিয়া আরো জানান, ব্যালন ডি’অরের দৌড়ে পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে থাকলেও মেসিই সর্বকালের সেরা ফুটবলার।
মেসিকে নিয়ে ভিয়া বলেন, ‘আমি অনেক আগে থেকেই মেসিকে নিয়ে কথা বলে আসছি, ভবিষ্যতেও বলবো। আমার দিক থেকে মেসি পৃথিবীর খেলোয়াড়। তার সমপর্যায়ে কেউ নেই। ফুটবলে মাঠে সে যা করে আমি কাউকেই তা করতে দেখিনি।’
উল্লেখ্য, আগামী বছরের ১২ জনুয়ারি ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতে লিওনেল মেসি ছাড়াও রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং ম্যানুয়েল ন্যুয়ার।

শহিদ_আফ্রিদি



শহিদ_আফ্রিদি












শুরু করেছিলেন ১৯৯৬ সালের ২রা অক্টোবর। কেনিয়ার বিরুদ্ধের ম্যাচ দিয়ে। ১৮+ বছরের ঘটনাবহুল ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন আগামী বিশ্বকাপ খেলেই।
সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন পাকিস্তানের ‪#‎শহিদ_আফ্রিদি‬। এখন পর্যন্ত ৩৮৯টি ওয়ানডে খেলেছেন তিনি। তার চেয়ে বেশি ওয়ানডে খেলেছেন মাত্র ৪ জন। ৩৮৯ ওয়ানডেতে ২৩.৪৯ গড়ে করেছেন ৭৮৭০ রান। স্ট্রাইক রেটটা ১১৬.২৯!! বল হাতে উইকেট নিয়েছেন ৩৯১টি। তার চেয়ে বেশি উইকেট আছে মাত্র ৫ জনের।
ক্যারিয়ারে মোট ২৯ বার ০ রানে আউট হয়েছেন। জয়সুরিয়াই শুধু ৩৪টি ০ নিয়ে আছেন তার আগে। ১০০+ রান করেছেন ৬ বার। ৫০+ ৩৮ বার। ৪ মেরেছেন ৭১০টি ও ৬ মেরেছেন ৩৪২টি। তার চেয়ে বেশি ছক্কা কেও মারতে পারেননি।
ক্যারিয়ারে ৫+ উইকেট নিয়েছেন ৯ বার ও ৪ উইকেট ৪ বার। ক্যারিয়ারে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ৩২ বার। ম্যান অব দ্যা সিরিজ ৪ বার।

ধাওয়ানকে ছুরি মেরেছিল কোহলি: ধোনি

ধাওয়ানকে ছুরি মেরেছিল কোহলি: ধোনি


ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটা কথাতেই ক্রিকেট দুনিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে৷ ‘বিরাট কোহলি একটা ছুরি দিয়ে কুপিয়েছিল শিখর ধাওয়ানকে। সেরে ওঠার পর আমরা ওকে ব্যাট করতে পাঠাই।’ যে কেউ নয়, এই মন্তব্য ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক স্বয়ং মহেন্দ্র সিং ধোনির। তবে, পুরোটাই মজার ছলে।
এমনিতে গাব্বায় দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনে ভারতের শোচনীয় পরাজয়ের পর তাঁর ড্রেসিং রুম মন্তব্য ঝড় তুলেছিল ত্রিকেট দুনিয়ায়। তারপর এই মন্তব্যের পর যদি ধোনি উপসংহারটি না জুড়তেন ওয়ার্নার ব্রাদার বোধহয় এই নিয়ে আস্ত একটা সিনেমাই বানিয়ে ফেলত।
এমনিতে ব্রিসবেনে টেস্টের চতুর্থ দিন ভারতের ড্রেসিং রুমে ব্যাট করতে যাওয়া নিয়ে কোহলি আর ধাওয়ানের বিতণ্ডায় জড়িয়ে পড়ার কথা এখন মোটামুটি ওপেন সিক্রেট। মাহি ড্রেসিং রুমে ‘আনরেস্ট’ বলতে যে এই দু’জনের ঝগড়ার কথা বলেছিলেন তা এখন সবারই জানা।ব্রিসবেন টেস্টের চলাকালীন নেট প্র্যাকটিসের সময় কব্জিতে চোট লাগে শিখর ধাওয়ানের। শেষ মুহূর্তে তিনি জানান ব্যাট করতে পারবেন না। ১০ মিনিটের নোটিশে বাধ্য হয়েই ব্যাট হাতে মাঠে নামতে হয় কোহলিকে। আর এর মাঝেই ড্রেসিং রুমে কথাকাটাকাটি হয় দিল্লির এই দুই টপ অর্ডার ব্যাটসম্যানের। অন্দরের খবর, এই দু’জনের সম্পর্কে বেশ তিক্ততা তৈরি হয়েছে এই ঘটনায়।
তবে সেদিন ড্রেসিং রুমের ‘আনরেস্ট’-এর কথা বললেও নিজের দলের অন্যতম সেরা দুই অস্ত্রের মধ্যে মন কষাকষির কথা কার্যত উড়িয়ে দিলেন মাহি। তাঁর দাবি পুরোটাই মিডিয়ার তৈরি গুজব। ধোনি বলছেন, ‘এই ধরণের খবর ট্যাবলয়েড গুলোর বিক্রি বাড়ায় জানি। মার্ভেল আর ওয়ার্নার ব্রাদার এই খবর নিয়ে ছবি করতে পারে। কোথা থেকে যে এই খবর গুলো আসে কে জানে।’
মিডিয়াকে মোটামুটি চ্যালেঞ্জ করে ধোনি জানিয়েছেন, ‘যদি আমাদের মধ্যে কেউ এই কথা আপনাদের জানিয়ে থাকে, তাহলে আপনারা তার নামটা আমাদের বলুন। সত্যিই সে ব্যক্তির কল্পনার তারিফ করতে হয়। যা ঘটেনি তাকেই সে যে ভাবে রটিয়েছে তার উচিৎ কোন মুভি কোম্পানির সঙ্গে কাজ করা। আমাদের ড্রেসিং রুমে থাকার যোগ্যতা তার নেই। সে এমন কিছু রটিয়েছে যেটা আসলে ঘটেইনি।’
তবে, বক্সিং ডে টেস্টের আগে ভারতের প্র্যাকটিসে কিন্তু কোহলি আর ধাওয়ানের মধ্যে কোনও ঝগড়া বা মনোমালিন্যের আভাস দেখতে পাওয়া গেল না। দু’জনে বেশ খোশ মেজাজেই প্র্যাকটিস চলাকালীন আলোচনা করলেন, খুনসুটি করলেন৷ ভারতের ড্রেসিং রুম ‘কলহ’ গাব্বার পিচে সত্যিই যদি সমাধিস্ত হয়ে থাকে তাহলে দলের পক্ষে সুখবর। মেলবোর্ন টেস্টেও যদি ভারতের ভরাডুবি হয় ক্যাপ্টেনকে তখন কিন্তু অন্য যুক্তি খুঁজতে হবে।
মিস্টার ধোনি, আর ইউ রেডি?

গার্ডিয়ানের চোখে ‘বর্ষসেরা’ রোনালদোই.................

গার্ডিয়ানের চোখে ‘বর্ষসেরা’ রোনালদোই






আজকাল বর্ষসেরা খেলোয়াড় বা সেরা পুরস্কারের তালিকার দিকে তাকালে সহজেই যে নামটার ওপর দৃষ্টি আটকে যায়, তা হচ্ছে—ক্রিস্টিয়ানো রোনালদো। বছরের শুরুতেই ফিফা বর্ষসেরা দিয়ে শুরু। এরপর প্রায় বছরজুড়েই সম্ভাব্য সব সেরার পুরস্কারই (বিশ্বকাপ বাদে) উঠেছে রোনালদোর হাতে। বছর শেষে রিয়াল তারকার আরেকটি সুসংবাদ—গার্ডিয়ানের চোখে ‘বর্ষসেরা’ রোনালদোই।
গার্ডিয়ানের বিচারে, বিরাট পার্থক্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে হারিয়েছেন রোনালদো। ৭৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষে অবস্থান পর্তুগিজ উইঙ্গারের। মেসি পেয়েছেন ১২ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ম্যানুয়েল নয়্যার ভোট ৮ শতাংশ। গার্ডিয়ানের শীর্ষ দশের চারজনই বায়ার্ন মিউনিখের—নয়্যার, রোবেন, মুলার ও ফিলিপ লাম। শীর্ষ দশে আছেন বার্সেলোনা তিন ফরোয়ার্ড—মেসি-সুয়ারেজ-নেইমার। রিয়াল মাদ্রিদের দুজন—রোনালদো ও গ্যারেথ বেল। শীর্ষ দশে নেই ইংলিশ প্রিমিয়ার লিগের কেউ। ১১ নম্বরে আছেন ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো।
২০১৩ সালে গার্ডিয়ানের এ জরিপে মেসি ভোট পেয়েছিলেন ৬০ শতাংশ, রোনালদো সেখানে ২০ শতাংশ আর জ্লাতান ইব্রাহিমোভিচ ১৩ শতাংশ। ২০১২ সালের হিসাবটা ছিল আরও সহজ—১০০ শতাংশ ভোটই পেয়েছিলেন মেসি!
এ বছর গার্ডিয়ানের জরিপে নেতৃত্বে ছিলেন হার্নান ক্রেসপো, জিলবার্তো সিলভা, স্লাভেন বিলিচ ও ডিটমার হামান। বিচারক প্যানেলে ছিলেন ২৮টি দেশের ৭৩ জন ফুটবল বিশেষজ্ঞ ও ক্রীড়া সাংবাদিক। তথ্যসূত্র: গার্ডিয়ান